অনলাইনে এসইও শেখার সবচেয়ে ভাল প্লাটফর্ম

ফ্রীল্যান্সিং বা অনলাইনে রিমোট জবের যতগুলো স্কিল রয়েছে তার মধ্যে অন্যতম হল SEO (Search Engine Optimization)। সার্চ ইঞ্জিন থেকে ফ্রীতে ট্রাফিক নিয়ে আসার জন্য এসইও এর চেয়ে ভাল কোন উপায় আর নেই।

আপনি যদি অনলাইনে ফ্রীতে এসইও শিখতে চান , তাহলে আজকের এই পোষ্ট আপনার জন্য। এমন কিছু রিসোর্স আমি শেয়ার করব যেগুলো অনেক নামি দামি পেইড কোর্স থেকেও অনেক ভাল।

Yoast এসইও কোর্স

যারা এসইও তে একদম নতুন তাদের জন্য খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে এই কোর্সে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ব্যাসিক কনসেপ্ট সহজেই আয়ত্ব করতে পারবেন এই কোর্সের মাধ্যমে।

কোর্স ফিকোর্সটি সম্পুর্ন ফ্রী
লেভেলবিগেনার
ভাষাইংরেজি
যে জন্য ভালএসইও এর ব্যসিক ফাউন্ডেশন
কোর্স লিংক Yoast SEO Course

SEMrush অন-পেজ এবং টেকনিক্যাল এসইও কোর্স

এই ট্রেইনিং কোর্সে অন-পেজ এবং টেকনিক্যাল এসইও নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কোর্সটি শেষ করার পর আপনার টেকনিক্যাল এসইও এর অনেক জটিল বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে।

কোর্স ফিকোর্সটি সম্পুর্ন ফ্রী
লেভেলবিগেনার
ভাষাইংরেজি
যে জন্য ভাল– কোর্স শেষ করলে সার্টিফিকেট পাবেন ।
– কুইজের মাধ্যমে নিজের মেধাকে যাচাই করার সুযোগ।
কোর্স লিংক SEMrush On-page and Technical SEO

Coursera এসইও স্পেশালাইজেশন

উন্নতমানের কোর্স কনটেন্ট পাবেন Coursera এর এসইও স্পেশালাইজেশন ট্রেনিং এ। এই প্রতিষ্ঠানের কোর্স সাধারণত প্রোজেক্ট ভিত্তিক হয়ে থাকে, তাই শেখার পাশাপাশি প্র্যাক্টিক্যাল কাজ করার অভিজ্ঞতা হবে আপনার।

কোর্স ফিকোর্সটি সম্পুর্ন ফ্রী
লেভেলবিগেনার
ভাষাইংরেজি
যে জন্য ভাল– কোর্স শেষ করলে সার্টিফিকেট পাবেন।
– প্রোজেক্টের মাধ্যমে শেখার সুযোগ।
কোর্স লিংক Coursera SEO Specialization

Udacity ওয়েবসাইট পারফর্মেন্স অপ্টিমাইজেশন

Udacity এর এই ট্রেনিং কোর্সটি গুগল দ্বারা পরিচালিত। তাই ইন্ডাস্ট্রি এক্সপার্টদের গাইডলাইনে কোর্সটি করতে পারবেন এবং গুগল আপনাকে সার্টিফিকেটও দিবে।

কোর্স ফিকোর্সটি সম্পুর্ন ফ্রী
লেভেলইন্টারমিডিয়েট
ভাষাইংরেজি
যে জন্য ভাল– কোর্স শেষ করলে গুগলের সার্টিফিকেট পাবেন।
– ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে শিখতে পারবেন।
কোর্স লিংক Website Performance Optimization

Alauddinworld এসইও মাস্টারিং

Alauddinworld এর মাধ্যমেও আপনি এসইও এর উপর মাস্টারিং কোর্স করতে পারবেন। এসইও এর উপর বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট রয়েছে যার মাধ্যমে এসইও এর প্র্যাক্টিক্যাল ইমপ্লিমেন্টেশন শিখতে পারবেন।

কোর্স ফিপেইড
লেভেলব্যাসিক টু অ্যাডভান্সড
ভাষাবাংলা
যে জন্য ভাল– লাইভ ট্রেনিং।
– লাইভ প্রজেক্টের মাধ্যমে প্র্যাক্টিক্যাল কাজ শিখা।
– ফ্রীল্যান্সিং এর কাজে সহায়তা
– লাইফটাইম সাপোর্ট
কোর্স লিংক Alauddinworld.com

Leave a Comment