লো-কম্পিটিশন কিওয়ার্ড খুজে পাওয়ার সহজ উপায় (জব টাইটেল কিওয়ার্ড রিসার্চ স্ট্রাটেজি)

লো-কম্পিটশন কিওয়ার্ড খুজে পেতে আমরা অনেকেই সমস্যায় পড়ি। আজ আমরা ছোট্ট একটা স্ট্রাটেজি দেখবো। আপনি যদি আপনার নিশ নির্বাচন করে থাকেন তাহলে এই পোষ্টটি বুঝতে সহজ হবে। আপনি চাইলে নিশ নির্বাচন নিয়ে নিচের পোষ্টটি পড়তে পারেন।

নিশ বাছাই করবেন যেভাবে

কিওয়ার্ড রিসার্স শুরু করার জন্য আমাদের নিশ বাছাই করা জরুরী। মনে করুন আপনার নিশ “Gardening”। বাগান পরিচর্চা নিয়ে একটা ব্লগ সাইট করবেন। তাহলে এই নিশের জন্য আমরা কয়েকটি ধাপে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি।

ধাপ-১: নিশের সাথে জব টাইটেল যোগ করে গুগল সার্স

এই ধাপে আমরা নিম্নোক্ত পদ্ধতিতে গুগলে সার্স করবো।

Niche Name + job titles

এখানে আপনার নিশ যোগ করে এইভাবে গুগলে সার্স করুন।

Gardening job titles

উপরোক্ত ছবিতে দেখা যাচ্ছে Gardening এর অনেক জব টাইটেল রয়েছে। প্রতিটা জব টাইটেলকেও আবার সাব-নিশ ধরে ব্লগ সাইট করতে পারেন।

ধাপ-২: কিওয়ার্ডগুলো নিয়ে গুগল শিট বা এক্সেল ফাইল তৈরী

আমরা Gardening কিওয়ার্ড এর জন্য বেশ কিছু জব টাইটেল পেলাম।

  • Grounds caretaker.
  • Gardener.
  • Greenskeeper.
  • Groundsworker.
  • Interior Plant Caretaker.
  • Landscape Management Technician.
  • Landscaping Specialist.
  • Lawn Care Worker.

এই কিওয়ার্ডগুলোকে গুগল শিট অথবা মাইক্রোসফট এক্সেল ফাইলে সেভ করে ফেলুন । পরবর্তীতে প্রতিটি জব টাইটেল নিয়ে রিসার্স করতে অনেক সুবিধা হবে।

ধাপ-৩: সাব-নিশ বা জব টাইটেল নির্বাচন

এবার আমরা প্রতিটি জব টাইটেল নিয়ে কিওয়ার্ড শিটার নামক টুলস এ সার্স করব। আমি এখানে শুধুমাত্র Lawn Care Worker সার্স করে দেখিয়েছি।

lawn care worker keyword search on keyword sheeter tools

কিওয়ার্ড শিটার টুলস আপনাকে অল্প সময়ের মধ্যে শত শত কিওয়ার্ড আইডিয়া দেখাবে। সব কিওয়ার্ড গুলো সেভ করে রাখুন।

ধাপ-৪: গুগল সার্সের মাধ্যমে লো-কম্পিটিশন কিওয়ার্ড নির্বাচন

আমরা কিওয়ার্ড শিটার টুলস থেকে কয়েকশত আইডিয়া পাব এক একটা জব টাইটেল থেকে। এখন যে কোন একটা কিওয়ার্ড নিয়ে সরাসরি গুগলে সার্স করুন।

সার্স করার প্রক্রিয়াটি হবে এরকম:

* keyword

আপনার কিওয়ার্ড এর আগে * চিহ্ন বসান। এবার এই চিহ্ন এর পর পর্যায়ক্রমে a, b, c প্রভৃতি বসিয়ে দেখুন অনেক কিওয়ার্ড সাজেশন গুগল দেখাবে।

সবগুলো কিওয়ার্ড নিয়ে একটা একটা করে গুগলে সার্চ করে তার কম্পিটিশন যাচাই করুন। আশাকরি এই পদ্ধতিতে আপনি অনেক লো-কম্পিটিশন কিওয়ার্ড খুজে পাবেন।

Leave a Comment