আমাদের দেশে পেশাদার এসইও এক্সপার্ট এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এখন অনেক কোম্পানী তাদের ওয়েবসাইটের কনটেন্টকে সার্চইঞ্জিনে অপ্টিমাইজ করার জন্য এসইও এক্সপার্ট নিয়োগ করে। তাই যুগের সাথে তাল মিলিয়ে শিখে ফেলতে পারেন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা সংক্ষেপে এসইও । এই আর্টিকেলে কিভাবে একজন পেশাদার এসইও এক্সপার্ট হবে তার পরিপুর্ণ গাইডলাইন দেখাবো।
এসইও এক্সপার্ট বা বিশেষজ্ঞ সম্পর্কে প্রাথমিক আলোচনা
একজন এসইও এক্সপার্ট (অনেকে একজন “এসইও বিশেষজ্ঞ” নামেও অভিহিত করেন) এমন একজন যিনি সার্চ ইঞ্জিন যেমন গুগল র্যাঙ্কিং এর জন্য ওয়েবসাইটগুলিকে অপ্টিমাইজ করেন।
যদি সহজভাবে বলা যায় বিষয়টি হবে এমন যে একজন এসইও বিশেষজ্ঞ হলেন এমন একজন যিনি জানেন কিভাবে সার্চ ইঞ্জিন থেকে আরও বেশি ট্রাফিক পেতে হয়।
আপনি কিভাবে একজন এসইও এক্সপার্ট হবেন?
SEO (এসইও) ইন্ডাস্ট্রি অনেকটাই নতুন তাই এই স্কিল অর্জনের জন্য কোন ডিগ্রী প্রোগ্রাম এখন পর্যন্ত কোথাও চালু হয় নি। এসইও শিখতে হবে অবশ্যই কিছু নিয়ম এবং সংশ্লিষ্ট স্কিল অর্জনের মাধ্যেমে দক্ষ হওয়া যায়।
এসইও স্পেশালিস্ট হওয়ার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরন করতে পারেনঃ
- এসইও এর বেসিক বুঝুন
- নিজস্ব ওয়েবসাইট অপ্টিমাইজ করে এসইও শিখুন
- গুগল অ্যানালাইটিক্স এবং গুগল সার্চ কনসোল শিখুন
- সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে তা বুঝুন
- একটি মার্কেটিং এজেন্সিতে কাজ শুরু করুন
- এসইও ক্লায়েন্ট এর কাজ করুন
- আপনার জন্য কাজ করে এমন একটি পদ্ধতি খুঁজুন
- নিয়মিত আপনার এসইও স্কিল বিভিন্নভাবে পরীক্ষা করুন
- এসইও স্ট্রাটেজি ও কৌশলগুলি কি এবং কেন সেগুলি গুরুত্বপূর্ণ তা বুঝুন
- একটি অনলাইন এসইও সার্টিফিকেশন কোর্স করুন
- কোন দক্ষ মেন্টরের তথ্যবধানে এসইও এর বিভিন্ন বিষয়ে নিজেকে আপডেট রাখুন
এসইও এর বেসিক বুঝুন
এসইও শেখার জন্য একদম বেসিক লেভেল দিয়ে শুরু করুন। গুগল একটা ওয়েবসাইটকে কিভাবে র্যাংক করে, HTML এর ব্যাসিক ধারনা, গুগলের র্যাংকিং ফ্যাক্টর , কিওয়ার্ড রিসার্চ, কনটেন্ট মার্কেটিং, কনটেন্টকে এসইও অপটিমাইজ করা, লিংক বিল্ডিং, অনপেজ এসইও প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন করুন।