অনলাইনে টাকা উপার্জন করার যতগুলো উপায় আছে, তার মধ্যে অন্যতম হল এসইও। একজন ভাল মানের এসইও এক্সপার্ট হয়ে আপনি বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন। আজকের এই পোষ্টে অনলাইন এবং অফলাইনে কিভাবে এসইও স্কিল ব্যবহার করে টাকা ইনকাম করা যায় তা বিস্তারিত ভাবে আলোচনা করব।
আমরা প্রতিদিন বিভিন্ন তথ্য জানার জন্য Google এ সার্চ করি। কখনো সার্চ করি পন্যের দাম, আবার কখনও স্কুল, কলেজ ভর্তি বা রেজাল্ট অথবা অন্য কোন ত্ত। গুগল আমাদের সার্চের উপর নির্ভর করে সবচেয়ে ওয়েব সাইটের পেজ আমাদের সামনে নিয়ে আসে। যার ওয়েবসাইট এসইও অপটিমাইজ হবে তার পেজগুলোকেই সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে প্রথমের দিকে দেখাবে। বিভিন্ন কোম্পানী তাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সামনের দিকে দেখানোর জন্য এসইও অপটিমাইজার হায়ার করে থাকে।
চলুন জেনে নেই এসইও স্কিল ব্যবহার করে যেভাবে টাকা ইনকাম করবেন।
১) ফ্রিল্যান্সিং
ঘরে বসে কাজ করার ট্রেন্ড চলছে সারা বিশ্বে। এসইও শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবে খুব সহজে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের কাজ করে ফ্রিল্যান্সিং সার্ভিস দিতে পারবে।
ফ্রিল্যান্সিং এর জন্য SEO এর জনপ্রিয় কিছু সার্ভিসঃ
- কিওয়ার্ড রিচার্স (Keyword Research)
- ব্যাকলিংক সার্ভিস (Backlink Service)
- অন-পেজ এসইও (On-page SEO)
- কম্পিটিটর রিচার্স (Competitor Analysis)
- মান্থলি এসইও সার্ভিস (Monthly SEO)
- টেকনিক্যাল এসইও (Technical SEO)
- ভয়েস সার্চ এসইও (Voice Search SEO)
- ওয়েব সাইট র্যাংকিং সার্ভিস (Website Ranking Service)
- লোকাল এসইও (Local SEO)
- গুগল পেনাল্টি রিকভারি সার্ভিস (Google Penalty Recovery Service)
- ইউটিউব এসইও (YouTube SEO)
এসইও এর ব্যাসিক থেকে অ্যাডভান্স টেকনিক শিখে আপনি উপরোক্ত সার্ভিসগুলো নিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে খুব সহজে কাজ করতে পারবেন।
SEO এর সার্ভিস দেওয়ার জন্য জনপ্রিয় কয়েকটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসঃ
- ফাইবার (Fiverr)
- আপওয়ার্ক (Upwork)
- ফ্রিল্যান্সার (Freelancer)
- এসইও ক্লার্ক (SEOclerk)
- লেজিট (Legiit)
- পিপল পার আওয়ার (People Per Hour)
- ব্ল্যাকহ্যাট এসইও (BlackHatSEO)
এসব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ছাড়াও আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমনঃ লিংকডিন, ফেসবুক, টুইটারের মাধ্যমে সরাসরি বায়ারদের সাথে যোগাযোগ করে এসইও আউটসোর্সিং এর কাজ করতে পারবেন।