টুইটারে ফলোয়ার বৃদ্ধি করবেন যেভাবে

টুইটার ফলোয়ার বৃদ্ধির করার কয়েকটি টিপস নিয়ে আজকের পোষ্ট।

ধাপ-১:

আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রির টপ Twitter Account এর লিস্ট করে ফেলুন। গুগল ড্রাইভ অথবা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে পারেন এই প্রক্রিয়ার জন্য।

মনে করুন আপনি একজন ওয়েব ডেভেলপার। আপনার প্রথম কাজ হবে টুইটারে কমপক্ষে ২০ জন ওয়েব ডেভেলপারের টুইটার প্রোফাইল লিস্ট করা, যাদের প্রোফাইলে নিয়মিত টুইট হয় এবং অ্যাংগেজমেন্ট মোটামুটি ভাল।

ধাপ-২:

এবার একটি টুলস ব্যবহার করুন আপনার লিষ্টে থাকা প্রোফাইল এর উপর রিসার্স করার জন্য।
twitonomy (dot) com এই টুলস এ আপনার টুইটার অ্যাকাউন্ট দিয়ে লগিন করুন। এরপর আপনার লিষ্টের প্রোফাইলগুলো যোগ করে ফেলুন। টুলস আপনাকে প্রতিটি প্রোফাইলের ফলোয়ারদের তথ্য দিবে।
-টুলস থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এই কাজগুলো করুনঃ
=> যারা সবচেয়ে বেশী রিটুইট করেছে তাদেরকে ফলো করুন
=> যারা সবচেয়ে বেশী mentioned হয়েছে তাদেরকে ফলো করুন
=> যারা সবচেয়ে বেশী টুইটের রিপ্লাই করেছে তাদের ফলো করুন
=> তাদের ব্যবহৃত হ্যাশ ট্যাগগুলো লিস্ট করে ফেলুন

ধাপ-৩:
এই ধাপে আপনার ব্রাউজারে একটা এক্সটেনশন ইন্সটল করে ফেলুন। twemex (dot) app
এই টুলস আপনাকে টুইটারের ভাইরাল টাইপের টুইট সাজেশন করবে যা দেখে আপনি ওয়েব ডেভেলপমেন্ট এর উপর টুইট তৈরী করুন। একটা স্যাম্পল টুইটঃ
10 Websites That Will Generate You Endless Python Ideas 💡
Save You Hundreds of Hours
Let’s see 🧵

1.
2.
3.
.
.
.
10

এ রকম অনেক টাইপের ফরম্যাট রেডি করে রাখুন টুইট করার জন্য
tweetdeck (dot) twitter (do) com সাইটে গিয়ে টুইটগুলো সিডিউল করে রাখুন।

আরও কিছু টিপসঃ

  • যে কোন একটা বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। যদি আপনি ওয়েব ডেভেলপার হন, তাহলে এই ইন্ডাস্ট্রির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখুন টুইটারে। আজ ওয়েব ডিজাইন, কাল ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন প্রভৃতি বিষয় নিয়ে টুইট করতে থাকলে ফলোয়ার খুব একটা বাড়বে না।
  • কেউ আপনাকে mention করলে সাথে সাথে লাভ রিয়াক্ট দিন এবং রিপ্লাই করুন।
  • কেউ আপনাকে follow করলে, তাকে DM (Direct Message) করে ধন্যবাদ জানান এবং লাভ রিয়াক্ট দিন
  • প্রতি সপ্তাহে অন্তত ১ টি করে টুইটার থ্রেড তৈরী করুন।
  • প্রতিদিন কমপক্ষে ৩ টি করে টুইট করুন। কাজের প্রেশার বেশী থাকলে শিডিউল করে রাখতে পারেন।
  • এভাবে কাজ করতে থাকলে আশারাখি আপনার ফলোয়ার বাড়বে।

Leave a Comment