অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য নিশ বাছাই করবেন যেভাবে [বিস্তারিত গাইডলাইন]

অনলাইনে প্যাসিভ ইনকামের অন্যতম মাধ্যম হল অ্যাফিলিয়েট মার্কেটিং। বর্তমান সময়ে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছে। এই ইন্ডাস্ট্রিতে নতুনরা নিশ নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়। আজকের এই পোষ্টে নিশ নির্বাচনের ছোট্ট একটা উপায় নিয়ে আলোচনা করব। আশাকরি নিশ বাছাইয়ের ক্ষেত্রে খুব দ্রুত সিন্ধান্ত নিতে পারবেন।

আমরা ৫ টি ধাপে কাজটি সম্পন্ন করব

  1. শখ এবং যে কাজে আনন্দ খুজে পান তার তালিকা তৈরী করা
  2. গুগল ট্রেন্ডে যাচাই করা
  3. সিজনাল এবং এভারগ্রিন নিশ কিনা তা পরীক্ষা করা
  4. কিওয়ার্ড রিসার্স ক্রোম এক্সটেন্সন টুল দিয়ে চেক করা
  5. গুগল ব্যবহার করে কিওয়ার্ডগুলো যাচাই করা

এই কাজ সম্পন্ন করার জন্য আপনার দুইটি টুলস্‌ এর দরকার হবে।

১) গুগল ট্রেন্ড – trends.google.com
২) উবারসাজেস্ট গুগল ক্রোম এক্সটেন্সন – Ubersuggest

চলুন এবার প্রতিটি ধাপগুলো নিয়ে আলোচনা করি।

১) শখ এবং যে কাজে আনন্দ খুজে পান তার তালিকা তৈরী করা

এই ধাপটি সম্পন্ন করার জন্য খাতা কলম নিয়ে বসুন।

প্রথমে আপনার জীবনের যত শখ রয়েছে এবং যে কাজে আপনি আনন্দ খুজে পান তার একটা তালিকা তৈরী করুন।

আপনার তালিকা হয়ত এরকম হতে পারেঃ

  • বই পড়া ( Reading Book)
  • ভ্রমণ (Travelling)
  • রান্না করা (Cooking)
  • বাগান পরিচর্চা করা (Gardening)
  • ছবি আঁকা (Painting)
  • ক্রিকেট খেলা (Cricket)

২) গুগল ট্রেন্ডে যাচাই করা

কোন বিষয়ের ট্রেন্ড জানার জন্য যে টুল সবচেয়ে বেশী ব্যবহৃত হয় সেটি হল গুগল ট্রেন্ড। আপনার শখের সেই বিষয়টিতে মানুষের আগ্রহ আছে কিনা সেটি যাচাই করা যায় এর মাধ্যমে।

আমরা এবার আমাদের তালিকা থেকে একটা একটা করে গুগল ট্রেন্ডে যাচাই করে দেখব।

Search gardening keyword on Google trends

উপরোক্ত ছবিতে আমরা “Gardening” এর ট্রেন্ড দেখতে পাচ্ছি। বিগত ৫ বছরের ট্রেন্ড এখানে দেখানো হয়েছে।

এখানে লোকেশন হিসেবে আমেরিকা দিয়েছি। কারন অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেশীর ভাগ নিশ আমেরিকা টার্গেট করে করা হয়। অন্যান্য দেশের তুলনায় আমেরিকার মানুষ অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে বেশী স্বাচ্ছন্দবোধ করে।

৩) সিজনাল এবং এভারগ্রিন নিশ কিনা তা পরীক্ষা করা

আমরা একটা টপিক নিয়ে ট্রেন্ড যাচাই করলাম। আপনার লিষ্টের সবগুলো টপিক গুগল ট্রেন্ডে যাচাই বাছাই করে দেখতে হবে যে কোনগুলো সিজনাল এবং কোন টপিক এভারগ্রীন।

কিছু টপিক পাবেন যে গুলো বছরের কয়েক মাস সময়ের জন্য ট্রেন্ড থাকে বাকি মাস সেই টপিকে সার্স হয় না। যেমন ধরুন “Room heater” কিওয়ার্ড। সাধারণত শীতের সময়ে রুম হিটারের প্রয়োজনীয়তা দেখা যায়। বছরের বাকি সময় এ টপিক নিয়ে মানুষের আগ্রহ খুব কম থাকে। এ ধরনের কিওয়ার্ডই হল সিজনাল কিওয়ার্ড।

৪) কিওয়ার্ড রিসার্স ক্রোম এক্সটেন্সন টুল দিয়ে চেক করা

আমরা এবার উবার সাজেস্ট টুল দিয়ে “Gardening” এর সাথে সংশ্লিস্ট আরও কিওয়ার্ড এবং সার্চ ভলিওম দেখার চেস্টা করব।

Gardening keyword check on Ubersuggest

উপরোক্ত ছবিতে “Gardening” এর সাথে সংশ্লিস্ট আরও কিওয়ার্ডের সার্চ ভলিওম দেখতে পাচ্ছি। প্রতি মাসেই এ টপিক অনেক বেশী সার্চ হয়। তাই এই টপিক নিয়ে আপনি কোন ব্লগ করলে ট্রাফিক নিয়ে চিন্তা করতে হবে না।

৫) গুগল ব্যবহার করে কিওয়ার্ডগুলো যাচাই করা

আমরা Gardening নিয়ে উপরের চারটি ধাপে চেক করলাম। এখন আমরা এই নিশের বিভিন্ন সাব-নিশ বের করব। সরাসরি Gardening নিশ এর কম্পিটিশন অনেক বেশী। তাই এমন সাব-নিশ খুজে বের করতে হবে যেটা নিয়ে খুব সহজে ভাল মানের কনটেন্ট দিয়ে গুগলে র‌্যাংক করে টাকা ইনকাম করা যায়।

প্রথমে মুল টপিকের সাথে “Types of” সংযুক্ত করে গুগলে সার্চ করুন।

Types of + “Topic / Niche”

আমাদের নিশ যদি Gardening হয়, তাহলে আমরা Types of Gardening দিয়ে গুগলে সার্চ দিব। নিচের ছবিতে আমরা অনেক সাব-নিশ দেখতে পাচ্ছি।

Checking Gardening keyword in Google

তাহলে এখন আমরা বেশ কয়েকটি মাইক্রো নিশ বা সাব-নিশ পেলাম:

  • Ground Garden
  • Raised Garden
  • Hydroponic Gardens
  • Container Gardening

এই সাব-নিশগুলোর অধীনে লো-কম্পিটিশন কিওয়ার্ড বাছাই করে আমরা নিশ অ্যাফিলিয়েট সাইট তৈরী করতে পারি।

Leave a Comment