আমরা ট্রাফিক ফানেলের গত দুই পর্বে ওয়েব সাইটের ট্রাফিক সংক্রান্ত ব্যসিক কিছু বিষয় এবং ট্রাফিক ফিলোসফি বুঝার চেষ্টা করেছি। আজকে আমরা কিছু টেকনিক নিয়ে কথা বলব।
মনে করুন আপনার একটা বইয়ের দোকান আছে যার বেশিরভাগ বই অনলাইনে বিক্রি করেন। আপনার এলাকায় আরও ৫-৬ জন ব্যবসায়ীও অনলাইনে বই বিক্রি করে। আপনি এবং আপনার ব্যবসায়িক কম্পিটিটর সবাই ফেসবুকের মাধ্যমে বইয়ের প্রমোশন করেন। আমাদের দেশে ফেসবুকের মাধ্যমেই বেশী সেল আসে। অন্য প্লাটফর্মে আমাদের দেশের মানুষ এখনো খুব একট অভ্যস্ত হয় নি।
ধরুন আপনার কোন এক কম্পিটিটর বইয়ের প্রোমোশন করতে গিয়ে বইয়ের এমন একটা পোস্টার ডিজাইন করল, যেটি নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যপক নেগেটিভ সমালোচনা হচ্ছে। এখন আপনার কি উচিত হবে যারা সমালোচনা করছে তাদেরকে মেইল দিয়ে ফেসবুক ছাড়া অন্য প্লাটফর্ম ব্যবহার করতে?
আমরা এই পর্বে বেশ কয়েকটি টেকনিক নিয়ে আলোচনা করব । টেকনিকগুলো আপনার কাছে খুব মূল্যহীন হতে পারে। কিন্তু এটি যদি আপনি নিয়মিত বাস্তবায়ন করতে পারেন, তাহলে এক সময় এর ফলাফল মধুর হতে পারে।
কোন একটা প্লাটফর্মে যদি ট্রাফিক নিয়ে আসার যে কোন ফর্মুলা ভালভাবে কাজ করে, তাহলে সেটি অন্য প্লাটফর্মের জন্য ক্লোন করতে পারবেন। যেমন ধরুন টুইটারের টুইটারের মাধ্যমে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন। টুইটারের ফর্মুলা অনুসরন করে যদি আপনি পিন্টারেস্ট মার্কেটিং করেন, তাহলে পিন্টারেস্ট প্লাটফর্মেও আপনার মেথড কাজ করবে। শুধু পরিবর্তন হবে প্লাটফর্মের নিজস্ব নিয়ম কানুন।
আসুন এবার আমরা কিছু টেকনিক শিখি –
টেকনিক: ওয়াটারমার্কিং
অনলাইনে যখন আমরা ভাইরাল, বিনোদন বা প্রেরণামুলক কোন ছবি বা ভিডিও দেখি তা আমাদের পরিচিত সার্কেলের সাথে শেয়ার করে থাকি। ছবির মুল থিমকেই আমরা প্রাধান্য দেই তখন।
অপরদিকে কোন লিংক শেয়ার করতে গেলেই আমরা কয়েকবার ভেবে নেই যে, এটা শেয়ার করা উচিত হবে কি না।
এ সুযোগকেই আমরা ট্রাফিক নিয়ে আসার উপায় হিসেবে ব্যবহার করতে পারি।
আপনার নিশ সম্পর্কিত অনেক ছবির উপর সাইটের নাম বা ডোমেইন ইউআরএল ওয়াটারমার্কিং করে প্রকাশ করুন। কোন ছবি যদি ভাইরাল হয় তাহলে দেখবেন আপনি অটোমেটিক ট্রাফিক পাচ্ছেন।
আমরা শুধু লিংক শেয়ার করতে খুব বেশি ব্যস্ত হয়ে যাই। এ ফর্মুলা প্রয়োগ করে দেখুন । আশাকরি ট্রাফিকের বন্যায় আপনি ভাসবেন।
এই টেকনিক বাস্তবায়নের জন্য ছবি বাছাই করতে হবে খুবই আকর্ষণীয়, যেন কেউ দেখলেই শেয়ার করার মত আবেদন থাকে।
এ ক্ষেত্রে স্টক ফটোর চেয়ে আপনার ফোন ক্যামেরা দিয়ে যেনতেন ভাবে ছবিও ভালো হতে পারে। নিচের ছবি দুইটি ভালোভাবে খেয়াল করুন।


উপরের প্রথম ছবি হলো ক্যানভা স্টক ফোটো থেকে নেওয়া। ছবিটি দেখতে বেশ সুন্দর।
অপরদিকে ২য় ছবিটি দেখুন। প্রথম ছবির চেয়ে দেখতে কিছুটা কম সুন্দর হলেও শেয়ার করার ক্ষেত্রে ২য় ছবিটিই সেরা।